বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আবারো রেকর্ড গড়েছে। ২৫ এপ্রিল (রবিবার) রাতে ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে যা বাংলাদেশে এ পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
১৫ এপ্রিল সর্বশেষ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। সপ্তাহ ঘুরতেই সেই রেকর্ড অতিক্রান্ত হলো। ২০১৯ সালের ২৯ মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, রবিবার রাত ৯টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৫২০ মেগাওয়াট। আর উৎপাদনও হয়েছে ১৩ হাজার ৫২০। এ কারণে গতকাল কোথায়ও লোডশেডিং ছিল না।
দেশে বর্তমানে দৈনিক ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে গত এক যুগে দেশে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.