অ্যালেক্সি নাভালনির সমর্থনে উত্তাল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক তিনি । ২১ এপ্রিল (বুধবার) দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে।
এ সময় ১ হাজার ৭ শ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। রাশিয়ার আইন অনুসারে, বিনা অনুমতিতে বিক্ষোভ করলে কয়েক দিনের জেল বা জরিমানা হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার রাতে রাশিয়ার বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় তাঁরা নাভালনির মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন।
সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী মস্কোতে। ওভিডি-ইনফো নামে একটি পর্যবেক্ষক সংগঠনের দাবি,
বিক্ষোভে অংশ নেওয়ায় রাশিয়ায় এক হাজার ৭ শ ৮২ জনকে আটক করেছে পুলিশ। সবচেয়ে বেশি ৮ শ ৪ জন আটক হয়েছেন সেইন্ট পিটার্সবার্গ থেকে।
এদিন আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাভালনির প্রেস সচিব কিরা ইয়ারমিশ। অননুমোদিত বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানোয় তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.