দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি হয়েছে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ১৫২ রানে তামিম ইকবাল আউটের পর জুটি বাঁধেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আগের রেকর্ডেও ছিল মুমিনুলের অংশীদারিত্ব। কিন্তু ওইবার তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম আর এবার শান্ত।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৪৭৪/৪। ক্রিজে আছেন লিটন দাশ ২৫ রান আর মুশফিকুর রহিম ৪৩ রানে।
দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড ৩৪২ রানের জুটি করেন মুমিনুল-শান্ত। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে এই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন মুমিনুল ও মুশফিক। এবার তা ছাপিয়ে গেলেন মুমিনুল আর শান্ত।
শান্ত-মুমিনুলের রেকর্ড জুটির সুবাদে লাঞ্চ বিরতির পর বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৩৯৮ রান ৩ উইকেটের বিনিময়ে। শান্ত আউট হন ১৬৩ রান করে।
এসমইয় তিনি ৩৭৮ টি বল খেলেছেন। এখন ব্যাট করছেন মুমিনুল হক আর মুশফিকুর রহিম। মুমিনুল ২৬৮ বলে ১১৬ রানে অপরাজিত আছেন। মুশফিক ১২ বলে ৩ রানে ব্যাট করছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.