শনিবার-২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চালকের আসনে বাংলাদেশ

দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি হয়েছে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ১৫২ রানে তামিম ইকবাল আউটের পর জুটি বাঁধেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আগের রেকর্ডেও ছিল মুমিনুলের অংশীদারিত্ব। কিন্তু ওইবার তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম আর এবার শান্ত।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৪৭৪/৪। ক্রিজে আছেন লিটন দাশ ২৫ রান আর মুশফিকুর রহিম ৪৩ রানে।

দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড ৩৪২ রানের জুটি করেন মুমিনুল-শান্ত। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে এই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন মুমিনুল ও মুশফিক। এবার তা ছাপিয়ে গেলেন মুমিনুল আর শান্ত।

শান্ত-মুমিনুলের রেকর্ড জুটির সুবাদে লাঞ্চ বিরতির পর বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৩৯৮ রান ৩ উইকেটের বিনিময়ে। শান্ত আউট হন ১৬৩ রান করে।

এসমইয় তিনি ৩৭৮ টি বল খেলেছেন। এখন ব্যাট করছেন মুমিনুল হক আর মুশফিকুর রহিম। মুমিনুল ২৬৮ বলে ১১৬ রানে অপরাজিত আছেন। মুশফিক ১২ বলে ৩ রানে ব্যাট করছেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype