কেউ যেন নবজাতক শিশুকে চুম্বন না করে। শিশুকে আদর করতে, তাকে কোলে নিতে আমরা সবাই পছন্দ করি। কিন্তু খেয়াল রাখতে হবে যে জন্মের কয়েক মাস পর পর্যন্ত শিশুর কাছে যাওয়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি।
অন্য কেউ তো বটেই বাবা মাও নবজাতক শিশু সন্তানকে চুমু খাবেন না। বিশেষ করে তাদের মুখে চুমু খাওয়া মানে আপনার মুখের যাবতীয় রোগ জীবাণু শিশুর শরীরে ঢুকে যাওয়া।
আপনি হয়তো বলবেন যে আমার তো কোনো অসুখ নেই, তাহলে আমি চুমু খেলে কেন আমার সন্তানের অসুখ হবে?
আমাদের সবার মুখেই নানা ধরনের জীবাণু থাকে। কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সেই সব জীবাণু শরীরের ক্ষতি করতে পারে না।
কিন্তু শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম। তাই যে জীবাণু আপনার কোনো ক্ষতি করতে পারছে না, তা আপনার সন্তানের শরীরের ক্ষতি করতে পারে।
করোনাকালীন সময়ে বাইরে থেকে কেউ এসে সরাসরি যেন শিশুর কাছে না যায় সেদিকেও খেয়াল রাখুন। বাইরের জামাকাপড় পরিবর্তন করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তারপরই শিশুর কাছে যেতে হবে।
তাই আপনার পরিবারের কোনো সদস্য বা বাইরের কেউ যদি আপনার সন্তানকে চুম্বন করতে চায়, তাহলে তাকে নিষেধ করুন। বিশেষ করে বাইরে থেকে যে এসেছে, তার মুখে আরও বেশি জীবাণু থাকতে পারে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.