বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী পটিয়া উপজিলার উনাইনপুরা নিবাসী মৃদুল কান্তি চৌধুরী আজ বিকেল ৬ টায় স্হানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৭ বছর বয়সে পরলোকগমন করেন। (অনিচ্চা বত: সঙ্খারা...) মৃত্যুকালে তাঁর সহধর্মিণী, একছেলে, একমেয়ে, পুত্রবধু, নাতী-নাতনী, ভাই-বোন, ভাগিনা - ভাগিনী সহ বহু আত্বীয় - স্বজন রেখে যান। তাঁর প্রয়াণে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটির সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো ও মহাসচিব মিঃ পি. আর. বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চল, যুবশাখা, মহিলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকেও চেয়ারম্যান অজিত রন্জন বড়ুয়াও তাঁদের যুব শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়াও গভীর শোক প্রকাশ করেন।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে নব পন্ডিত বিহারে আজ সকাল ৯ টা থেকে ১১টা পর্য্যন্ত অনিত্যসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুস্ঠান অনুস্ঠিত হবে। তাঁর গুণগ্রাহী ও আত্বীয় - স্বজনবৃন্দ সকলকে যথাসময়ে নব পন্ডিত বিহারে উপস্হিত হয়ে পূণ্যপত্তিদানে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে। বর্তমানে তাঁর মরদেহ ফ্রিজিং এ্যাম্বুলেন্সে সংরক্ষিত করে নব পন্ডিত বিহারে রাখা হয়েছে। আগামীকাল সকালে অনুস্ঠাতব্য অনিত্যসভা শেষে যথাযোগ্য মর্য্যদায় চান্দগাঁও মহাশ্বশানে শেষকৃত্যানুস্ঠান অনুষ্টিত হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.