মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বান্দরবানে সেনা রিজিয়ন এর উদ্যোগে দুর্গম পাহাড়ী এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

বান্দরবানে সেনা রিজিয়ন এর উদ্যোগে দুর্গম পাহাড়ী এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের জেলার সেনা রিজিয়ন এর তত্ত্বাবধানে বান্দরবান , রুমা , আলীকদম উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ী এলাকায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন সেনাবাহিনী ।

চলমান করোনা মহামারিতে কর্মহীন হত – দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে । সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গত ২৪ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে ।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় সেনা রিজিয়ন ও এর অধীনস্থ সেনা জোন সমূহ ( ২৬ বীর , বান্দরবান জোন , ২৩ বীর , আলীকদম জোন , ও ২৭ ই বেংগল , রুমা জোন ) বিভিন্ন দূর্গম পাহাড়ী এলাকায় লকউটনে থাকা নিম্মবিত্ত , গরীব , অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। শুধু তাই নয় উঁচু পাহাড় ও দূর্গম
অঞ্চলে পায়ে হেঁটে নিজ কাঁধে করে ক্ষুদ্র নৃ- গােষ্ঠীর দরিদ্র জন সাধারণের ঘরে ঘরে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

এ বিষয়ে বান্দরবানর সেনা রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মাে শহিদুল এমরান , এএফডব্লিউসি , পিএসসি , বলেন বর্তমান করােনা পরিস্থিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবার গুলােকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দুরুত্ব নিশ্চিত পূর্বক এ সহযােগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সেনাবাহিনী কর্তৃক এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতে জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়।

এই দুর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের মানবিক সহযােগিতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদ্য সামগ্রী গ্রহনকারী পরিবারের সদস্যগণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype