বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে আজ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।
আজকের ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে নেমেছে মুমিনুল বাহিনী। দলে রয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি। একাদশে জায়গা হয়নি তরুণ বাঁহাতি পেস বোলার শরিফুল ইসলামের।
তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের ইনিংসে সূচনা করেছেন সাইফ হাসান। এছাড়া দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীমরা। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজরা রয়েছেন স্পিনার হিসেবে।
অন্যদিকে, স্বাগতিকরাও ২ জন পেসার ও ৩ জন স্পিনার নিয়ে খেলতে নেমেছে। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গা হলেও একাদশে জায়গা হয়নি দিনেশ চান্দিমালের।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.