চন্দ্রঘোনা লিচুবাগানে ভয়াবহ আগুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার হাবিব কমপ্লেক্স সংলগ্ন গাড়ির গ্যারেজে রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘঠে।
২১ জুন রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জনান স্থানীয়রা। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, আগুন নিভাতে গিয়ে লিচুবাগান ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি মো. নাছের, নুরুন্নবী সওদাগর ও গ্যারেজের মিস্ত্রী মো. মুন্না সওদাগর গুরুতর আহত হন। এতে গুরুতর আহত মুন্না মিস্ত্রিকে চন্দ্রঘোনা হেল্থ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.