এমডি নিজাম উদ্দিন ,* ফটিকছড়ি
সড়ক দুর্ঘটনায় উত্তর পাইন্দং আংকির বাড়ি নিবাসী জনাব বাদশা মিয়ার কনিষ্ঠ সন্তান মোহাম্মদ আলি আকবর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন…
সে মালবাহী একটা টলি গাড়ির হেল্পার, গতকাল বিকেল ৩টার সময় বৃন্দাবনহাট বাজারের পূর্ব পাশে বড়ুয়া পাড়ার টেকে টলি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জমিনে পড়ে যায়। এসময় আকবর আহত হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
আজ সকাল ১১টার সময় বায়তুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয় ।