ভ্যাকসিন পাসপোর্ট প্রণয়নের কাজ চলছে করোনাকালে বিদেশ যাওয়া-আসা মসৃণ করতে। টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সার্টিফিকেটের ভিত্তিতে তৈরি হবে এই ভ্যাকসিন পাসপোর্ট।
এজন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নাগরিকরা পাবেন এই নতুন ধরনের সেবা। কর্মক্ষেত্রে যোগদানের জন্যও এটি হতে পারে আবশ্যকীয় সনদ।
করোনাকালে বিদেশে যাওয়া-আসার চিত্র খানিকটা বদলেছে। ভিসা,পাসপোর্ট, টিকেটের পাশাপাশি দেখাতে হয় ভ্যাকসিন কার্ড। তারপর বিমান থেকে নেমে চলে যেতে হয় কোয়ারেন্টাইনে।
তবে এ প্রক্রিয়া আরো সহজ করতে যাচ্ছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ। যাতে বিমান বন্দর থেকে বেরিয়েই যাত্রীরা নিজ গন্তব্যে চলে যেতে পারে সেজন্য যুক্ত হবে ভ্যাকসিন পাসপোর্ট।
ভ্যাকসিন পাসপোর্ট দেয়ার জন্য এরই মধ্যে প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণ করেছে আইসিটি মন্ত্রণালয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ যারা সম্পন্ন করবে তাদের সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করেছি।
এই ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেশে বিদেশে যেকোনো জায়গা থেকে যাতে অনলাইনে ভেরিফাই করতে পারে সে ব্যবস্থা আমরা তৈরি করেছি।
এখন এই করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা একটি ভ্যাকসিন পাসপোর্ট প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি ও নির্দেশনা পেলে আমরা সেটি নাগরিকদের প্রদান করতে পারবো।
ভ্যাকসিন কার্ডের তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজ, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর দিয়ে ভেরিফাই করা যাবে। ডিজিটাল ফরম্যাটে তৈরি ভ্যাকসিন পাসপোর্টের হার্ডকপি প্রিন্ট নেয়ার ব্যবস্থা থাকবে।
মোবাইলে কিউআর কোড থাকতে পারে। যাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়া হয়েছে তারাই এই পাসপোর্ট পাবেন। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থারও অনুমোদন পেতে হবে।
ভ্যাকসিন পাসপোর্ট পেলে বিদেশে কর্মী পাঠানো আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা।
অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেনমার্ক ইতোমধ্যে ভ্যাকসিন পাসপোর্ট দেবে এই ঘোষণা করেছে।
ভ্যাকসিন পাসপোর্ট বা ভ্যাকসিন স্মার্টকার্ড যদি না থাকে তাহলে বিদেশের এমপ্লয়াররা কর্মী নিতে কম আগ্রহী হতে পারে, শিক্ষার্থীদের বিদেশে ভর্তির ক্ষেত্রে বাঁধাধরা নিয়ম করে দিতে পারে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে আয়োজিত খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্রে ভ্রমণে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক হতে পারে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.