নাটকীয় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত কোনও গোল না হলেও বাকি সময়ে গোল হয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটি করেছে পিএসজি, অন্য দুটি সেঁত এতিয়েন।
পিএসজি নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধে কোনও গোলের দেখা পায়নি। প্রতিপক্ষ এতিয়েনও কোনও গোল দিতে পারেনি। তবে ম্যাচের ৭৭ মিনিটে এতিয়েনের দেনিস বোয়াঙ্গা গোল করলে পিছিয়ে পড়ে পিএসজি।
তবে দুই মিনিট পরেই পিএসজিকে সমতায় ফেরান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোলে করে পিএসজিকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এতিয়েনকে সমতায় ফেরান রোমাইন আমুমা। তবে নাটক তখনও শেষ হয়নি, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে পিএসজিকে জয় এনে দেন মাওরো ইকার্দি।
এই জয়ে লিগে ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে এমবাপ্পেরা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিল।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.