দুইটি বিশেষ ফ্লাইটে করে সৌদি আরব ও ওমান গেলেন ৪শ ৭৬ জন প্রবাসীকর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ১৮ এপ্রিল (রবিবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে তারা যাত্রা করেন।
বিমানবন্দর সূত্র জানায়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও মধ্যপ্রাচ্যে ও সিঙ্গাপুরে প্রবাসীকর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে।
আজ সকাল থেকে দুটি বিশেষ ফ্লাইটে সৌদি আরব ও ওমানের উদ্দেশে রওনা হন ৪শ ৭৬ জন প্রবাসীকর্মী। তাদের মধ্যে বিমানে ২শ ৭১ জন ও এয়ার অ্যারাবিয়ায় ২শ ৫ জন যান।
আজ রাত ১২টা পর্যন্ত আরও নয়টি ফ্লাইটে দেড় সহস্রাধিক যাত্রীর বিভিন্ন দেশে যাওয়ার শিডিউল রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.