প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ৪:২৬ পূর্বাহ্ণ
চিত্রনায়ক ওয়াসিম ও চলে গেলেন অসময়ে

ডেস্ক রিপোর্ট
চলচিত্র জগতের আরেক নক্ষত্র চলে গেলেন অসময়ে । চিত্রনায়িকা কবরী চলে যাওয়ার কয়েক ঘন্টা পর চলে গেলেন চিত্র নায়ক ওয়াসিম ।
১৮ এপ্রিল ০০.৪০ মিনিটে (১৭ এপ্রিল,২০২১, দিবাগত রাত ১২ টা ৪০ মিনিট) একদার এই জনপ্রিয় নায়ক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। ইতিমধ্যে তার মৃত্যুতে চলচিত্র জগৎ সহ বিভিন্ন সংঘঠন ও নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন । ১৯৪৭ সালের ২৩ মার্চ তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ইতিহাসে স্নাতকোত্তর ওয়াসিম ১৯৬৪ সালে 'বডি বিল্ডিং' প্রতিযোগিতায় মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব পেয়েছিলেন। তাঁর আসল নাম মেজবাহ উদ্দিন আহমেদ। কিন্তু, সব ছেড়ে ওয়াসিম নামে, তিনি হয়ে গেলেন এ দেশের চলচ্চিত্র ইতিহাসের অংশ। এস এম শফির সহকারী পরিচালক হিসেবে ১৯৭২ সালে, ছন্দ হারিয়ে গেল ছবির মাধ্যমে চলচ্চিত্রে সম্পৃক্ত হন ওয়াসিম। ওই ছবির একটি ছোট্ট দৃশ্যে অভিনয়ও করেন তিনি। এরপর মহসিন পরিচালিত "রাতের পর দিন" ছবিতে তিনি নায়ক হিসেবে অভিষিক্ত হন। ছবির মহা সাফল্যে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একটানা প্রায় ৫০ টি "সুপার হিট" ছবি উপহার দিয়েছেন তিনি। ইতিহাসের ছাত্র ওয়াসিম এখন ইতিহাস। একজন তারকা শিল্পীর (কবরী) মহা প্রয়ানের পর পরই আরেক জনপ্রিয় নায়কের এই প্রয়ানের শোকাঘাত সামলাতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অনেক সময় প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.