একটি টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় । ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে আগুনের এ ঘটনা ঘটে ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কাশিমপুর এলাকায় মাদার টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে।
এ সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, ইপিজেড ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। কারখানার ব্লো-রুম সেকশনের মেশিনের ডাস্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.