সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহামারী করোনা দুর্যোগের মুহূর্তে চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

মহামারী করোনা দুর্যোগের মুহূর্তে চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

জুবাইর চট্রগ্রাম

একাই লড়ে গেছেন এবং লড়েই যাচ্ছেন আজকের দিন পয়ন্ত।প্রধানমন্তী আপনাকে অনুসরন করতে করতে এই পয়ন্ত আসতে পেরেছেন।করোনার শুরু থেকে আজকে পয়ন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে সরকার কে জয়ী করতে আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী কে টেনশন মুক্ত করা হবে চট্টগ্রামে। করোনা কে হারিয়ে শেখ হাসিনা কে সু সংবাদ দেওয়ার জন্য চসিক মেয়র মরিয়া হয়ে উঠেছেন।বর্ত্তমান দুনিয়ার নিয়ম হল যে ভাল কাজ করবেন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে,যদি করো অন্যায় কাজের সহযোগিতা না করেন তাহলে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে,যদি কেউ চসিক থেকে অন্যায় ভাবে সুযোগ সুবিধা ভোগ করতে না পারে তাহলে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে,যদি কেউর অন্যায় উপার্জন নিষেধ করে তাহলে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে। যদি কাউকে আবদার মাফিক কোন ধরনের টেন্ডার ফর্মের কাজ অন্যায় ভাবে দিতে অসিকৃতী জানালে তখন আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবার কাছে ভাল হবেন কখন যখন আপনি সবার অন্যায় আবদার মিটিয়ে দিবেন তখন আপনি সবার জন্য ভাল। আর যদি অন্যায় আবদার কারির আবদার মিটিয়ে না দেওয়ায় আপনি দুনিয়ায় সবচেয়ে খারাপ উপাধী দিয়ে বসবেন আপনাকে। বড়ো সমস্যা টা হলো আরেক জায়গায় কেউ জোর করে অন্যায় ভাবে কাজ আদায় করা সম্বব না, চসিক মেয়র নাছিরের কাছ থেকে, মেয়র অন্যায় ভাবে কারো রক্তচক্ষু পরোয়া করেনা তাই নাছির উদ্দীন অন্যায় কারিদের চোখে খুব খারাপ একজন মানুষ। আমি বলছি মেয়র খারাপ নাকি ভাল সেইটার প্রণাম নিতে হবে এবং প্রমাণ করতে হবে সাধারণ জনগণের সাথে কথা বলে বুঝা যাবে চসিক মেয়র খারাপ নাকি ভাল। তখন দেশবাসী ভোটের মাধ্যমে ভালো মন্দের জবাব দিয়ে দিবেন। ভালো মানুষের বিপরীতে অভিনয় কারি মুখোশ পরা ভদ্রলোক অনেক আছে। যদি মানুষ চেনার জন্য কোন ধরনের মেশিন বাহির হতো আমার সরিলের কিডনি বিক্রি করে মেশিন টা কিনতাম। অন্যায় আবদার না মিটাইলে সেই লোক সবচেয়ে খারাপ হয়ে যাবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনার জন্য দোয়া করি ভালো থাকুন আল্লাহ তায়ালা আপনাকে ভাল রাখুক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype