৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে দুইশত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা( ওএমএস)কার্ড বিতরন।
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কর্মহীন, হতদরিদ্র, অসহায়, শ্রমিকদের ২০০ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ খাদ্য সহায়তা (ওএমএস) কার্ড বিতরন করা হয়।আজ সোমবার ২২ জুন দুপুরে ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিল্লব ২০০ শত পরিবারের মাঝে এ কার্ড তুলে দেন।কাউন্সিলর হাসান মুরাদ বিল্লব জানান, করোনা পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্র, অসহায়, শ্রমিকদের মাঝে নিজ উদ্দেগে ত্রাণ সহায়তা দিয়েছি। এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ খাদ্য সহায়তা (ওএমএস) কার্ড বিতরন করা হচ্ছে। এর আওতায় প্রতি পরিবার ১০ টাকা কেজি দরে চাউল পাবে। এই চরম দুরসময়ে অসহায় ও কর্মহীন মানুষের অনেক উপকার হবে। তারা কোন রকমে বাঁচতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই উদ্দ্যাগ গ্রহণ করার জন্য। পর্যায়ক্রমে আরো কার্ড বিতরণ করা হবে বলেও জানান।তিনি এই দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য ও হাতকে শক্তিশালী করার জন্য সকলের কাছে আহব্বান জানান। যে যার নিজ নিজ অবস্থান থেকে ও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন।উল্লেখ্য, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সর্বাত্মক সহযোগীতায় ওয়ার্ডে এপর্যন্ত ৫৮০ পরিবারের মাঝে কার্ড দেয়া হয়েছে।