মানিকছড়ি প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপি লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে গ্রামের অসহায়,হত- দরিদ্র মানুষজন। মানিকছড়ির তৃণমূলে কর্মহীন ও দুস্তদের অভাব অনটনের দৃশ্যে বিবেকে নাড়া পড়েছে ।
ফলে ১২ এপ্রিল বিকাল নিজ এলাকায় থেকে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় উপজেলার যোগ্যাছোলা ইউপি'র আছারতলী, দশবিল ও
যোগ্যাছোলায় পৃথক পৃথকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন ত্রাণদাতা উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ আবদুল হামিদ, তাঁর মেঝ ছেলে আলহাজ্ব মোঃরফিকুল ইসলাম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, উপজেলা দুপ্রক, গ্র্যাজুয়েট ফোরাম এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান প্রমুখ।
ত্রাণদাতা আলহাজ্ব মোঃ আবদুল হামিদ জানান, গত বছর করোনাকালীন সময়েও এলাকার হত- দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেছি।
এবারও উপজেলার সহস্রাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তিনি আরো জানান আমার বড় ছেলে সিআইডি পদকে ভূষিত মালদ্বীপ ও বর্তমান মালেশিয়ার নাগরিক আলহাজ্ব মোঃ সোহেল রানা ওরপে মানিক এর অর্থায়ণে এই কার্যক্রম চলছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.