রবিবার-১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

করোনা কালিন সময়ে হতদ্ররিদ্রদের পাশে প্রবাসী রুহুল আমিন

ডেস্ক রিপোর্ট

সারাবিশ্বে করোনা ভাইরাসের আক্রমনে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরন করেছেন , আক্রান্ত হয়েছে কয়েক কোটি মানুষ । এখন শুরু হয়েছে বাংলাদেশ লকডাউন । কর্মহীন হয়ে পড়েছে মানুষ । এসময় মানবতার কল্যানে নিবেদিত প্রান হয়ে এসেছেন কাতার প্রবাসী রুহুল আমিন । তার বাড়ি যদিওবা রাউজান উপজেলার ১২ নং উরকিরচরে কিন্ত তারপরও সে নানার বাড়ি মহেশখালীর বদরখালীর মাতারবাড়ী ইউনিয়নের হতদ্ররিদ্র প্রায় একশত মানুষের মাঝে গত ৪ এপ্রিল ২০২১ রবিবার চাল , ডাল , পিয়াজ ,তেল ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন । প্রবাসী রুহুল আমিন যদিওবা দেশের বাইরে অবস্থান করছেন তারপরও তার মা মোবারকা খাতুন এই উপহার সামগ্রী তুলে দেন গ্রামের অসহায় পরিবারের মাঝে । রুহুল আমিন বলেন আমি বিদেশে থেকেও আজ আমার মায়ের মাধ্যমে নানার বাড়িতে শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করতে পেরে আমার খুব ভালো লাগছে , তিনি আরো বলেন সমাজে যারা বিত্তবান তারা যদি সবাই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক অসহায় পরিবার কিছুটা হলে পরিবার নিয়ে ভালো থাকতে পারবে । রুহুল আমিন রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আহম্মদ মুন্সির ছেলে । নানার বাড়ির স্বজনরা বলেন এলাকার নাতী হয়ে আজ যে অসহায় মানুষের মাঝে এসে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তা আমাদের সকলের কাছে চিরদিন মনে থাকবে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype