চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।
গত বছরের ১৪ আগস্ট করোনায় ৪ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।
৪ এপ্রিল (রবিবার) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এদিন ১ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২১৯ জন এবং উপজেলায় ১৩ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৫০০ জন এবং মোট মৃত্যুবরণ করেন ৩৯৩ জন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.