[caption id="attachment_4454" align="alignnone" width="811"]
জয়াফিল্মফেয়ার পুরস্কারের 'ব্ল্যাক লেডি' হাতে জয়া আহসান[/caption]
বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান কলকাতার সিনেমায় অভিনয়ের সুবাদে আবারও ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) পেয়েছেন। ‘রবিবার’ এবং ‘বিজয়া’ সিনেমার জন্য সমালোচক ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন তিনি।
ফিল্মফেয়ার পুরস্কারে বিজয়ীদের দেওয়া হয় ‘ব্ল্যাক লেডি’। ৩১ মার্চ (বুধবার) রাতে জাঁকালো আয়োজনে জয়া আহসানও পান এই সম্মানজনক পুরস্কার। ফিল্মফেয়ারের ইতিহাসে এবারই প্রথম একই বিভাগে দুইটি মনোনয়ন পেয়ে পুরস্কার পেলেন কেউ।
০৩ এপ্রিল (শনিবার) ফিল্মফেয়ার পুরস্কার নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জয়া আহসান। তিনি ফেসবুকে লেখেন, ‘ফিল্মফেয়ারের কৃষ্ণ রমণী আবারও বাংলাদেশে এলো। অতিমারির বিষণ্ণ দিনে এই তো আনন্দ। যেকোনো পুরস্কারই এমন একটা মাইলফলক যা শিল্পীকে বলে, ‘তুমি এটা পার হয়ে এগিয়ে যাও। ’
জয়া আরও লেখেন, ‘ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে পুরস্কারটা এবার এসেছে দুটো সিনেমার জন্য। একটা ‘বিজয়া’, আরেকটা ‘রবিবার’। পুরস্কারটা এলো, যখন মার্চ মাসে মুক্তিযুদ্ধের ৫০ বছরের উদযাপন চলছে।
মুক্তিযুদ্ধে রক্তের বন্ধনে বাংলাদেশ–ভারত মৈত্রীর যে সূচনা হয়েছিল, এ বছরটি তারও সুবর্ণজয়ন্তী। আর ‘বিজয়া’ ছবির ভেতরে বয়ে চলেছে বাংলাদেশ আর ভারতের মানুষের ভালোবাসারই ঝরনাধারা।
আমার করা এ ছবির পদ্মা চরিত্রটি বাংলাদেশের প্রাণের গভীর থেকে উঠে আসা। আর ‘রবিবার’ একটি ওপেন–এন্ডেড ছবি। আমার করা সায়নী চরিত্রটি না–আলো না–অন্ধকার।
ঘটনা পর্দায় ঘটে না, ঘটে ওর মনে। তাই পুরো অভিনয়টাই ছিল সেরিব্রাল। দারুণ একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। সায়নী কত কী যে শেখাল। ’
সর্বশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে জয়া লেখেন, ‘ভালোবাসা কৌশিকদা আর অতনুদার জন্য। আর আনন্দ তাদের জন্য, যারা আমাকে এতদিন ধরে নিঃশর্ত ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন। সবাইকে নিয়ে আমার এই পথ চলাতেই আনন্দ। ’
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.