প্রতিনিধি
স্বাধীনতা পদক পেলেন চট্টগ্রামের আলোকিত সন্তান চিত্রনায়ক হিমেল রাজ। গত ২৭/০৩/২১ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মুজীব বর্ষে ঢাকা জাতিয় প্রেসক্লাবে এ আয়োজন করেন।অনুস্ঠান টি সভাপতিত্ব করেন জহির উদ্দিন মবু সভাপতি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। হিমেল রাজ অভিনয়ের পাশাপাশি মানবীক সেবায় নিয়োজীত রেখেছেন নীজেকে সামাজীক সংগঠন তোমার সাথে বাংলাদেশ এর সভাপতি হিমেল রাজ গতো ১৮ ডিসেম্বরে একজন মহান পিতা নামেব তার প্রথম ছবি মুক্তি পাওয়ার পর এ বছর আরো ২ ছবির কাজ শেষ করেছেন হাতে আছেন আরো ২ ছবি এ ছাড়াও বিভিন্ন ছবির কথাও চলছে,তবে তিনি সব সময় মানবিক সেবায় নীজেকে নিয়োজীত রাখতে চায়। ৮ ই মার্চ ২০২০ সালে যখন প্রথম বাংলাদেশে করোনা রোগী পাওয়া যায়, সে কঠিন মহামারি তে নিজের জীবন বিপন্ন করে সংগঠনের সবাইকে নিয়ে বিভিন্ন উদ্যেগ গ্রহনের মাধ্যমে সমাজের সুবিধা বন্চিত মানুষের পাশে দাড়িয়েছেন, মধ্য বিত্তদের ঘরে খাবার বা নীজেদের সহযোগীতায় বিকাশের মাধ্যমে অর্থ সহযোগীতা সহ পথচারীদের জন্য আকর্ষনীয় যাদুর বাক্সের মাধ্যমে খাবার দেওয়া অনলাইনে কঠিন পরিস্থিতি তে doctor with us অনুস্ঠানের মাধ্যমে ইউনাইটেড হসপিটালের ডাক্তার (মেডিসিন) প্রফেসর প্রদীপ সাহা ও শহীদ সহরোয়ার্দী হাসপাতালের সাবেক ডিরেক্টর ডাঃ উত্তম বড়ুয়াবও কুর্মিটোলা হসপিটালের ডাঃ রজত বড়ুয়া ও গাইনি ডাঃ দিয়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন, এ ছাড়াও জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতিয় শিশু দিবসে শিশুদের সাথে নিয়ে উজ্জাপন, করোনা কালিন শিশুখাদ্য সহ ঈদ উপহারের মাধমে পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছেন এভাবে বিভিন্ন সময় সমাজের অসহায় মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্য ও বস্ত্র। তিনি সবাইকে আহবান জানিয়েছেন যার যার স্থান থেকে যেন সামর্থ অনুযায়ী পাশে অসহায় মানুষের পাশে থাকেন, তিনি বলেন আমি বিশ্বাস করি সুন্দর সমাজ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রী সাথে সবাইকে কাজ করে যেতে হবে, এবং আমি মনে করি এটা আমাাদের সকলের দায়িত্ব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসুন সকলে মিলে কাজ করি সুন্দর স্বপ্নের মানবতার দেশগড়া।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.