রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলার ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করেন বিহার পনিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদশে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব'র সমাজ কল্যাণ সম্পাদক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। প্রবারণ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুশীল বড়ুয়া, ডা. প্রমোতোষ বড়ুয়া, দানবীর বড়ুয়া, রূদয়ন বড়ুয়া, অলক বড়ুয়া, কনক বড়ুয়া, অরুন বড়ুয়া, বিটু বড়ুয়া, রিপন বড়ুয়া, রয়েল বড়ুয়া, উত্তম বড়ুয়া, অভি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সজল বড়ুয়া। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি কামনা এবং সমগ্র বিশ্ব করোনা মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে বুদ্ধবাণী পাঠ ও সমবেত প্রার্থনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.