
অপরাজিতা প্রেজেন্ট লেডিস ই কমার্স ফোরামের ৩দিন ব্যাপী ঈদ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের প্রতিষ্ঠাতা উপদেষ্টা করোনা যোদ্ধা ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী বলেছেন, নারী সমাজকে আত্মনির্ভরশীল করতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি সমানতালে এগিয়ে যাচ্ছে। তারা সৃজনশীল কাজের মাধ্যমে সমাজকে বদলে দিচ্ছে। লেডিস ই কমার্স ফোরাম উদ্যোক্তা তৈরির কারখানা। প্রতিটি মেলায় নতুন উদ্যোক্তার আত্মপ্রকাশ মাইলফলক সৃষ্টি করেছে। ২৪শে মার্চ নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে লেডিস ই কমার্স ফোরাম অপরাজিতার প্রেসিডেন্ট মেরিন রহমান বৃষ্টির সভাপিতেত্ব অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নব যাত্রা ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আবু মনছুর, স্বাধীনতা উদযাপন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী, আয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা সৈয়দ ইমতিয়াজ মাহমুদ, চট্টগ্রাম জেলার বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী মো: সাহাব উদ্দিন, চট্টগ্রাম জেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এডভোকেট জয়নাল আবেদীন সহ প্রমূখ। অনুষ্ঠানে নাফিসা ক্রিয়েটিভ, টুকিটাকি ডট কম, দিবা ফ্যাশন, রিতীকা ফ্যাশন, প্রিন্সেস ক্লোসেট, রান্তা ফ্যাশন, সিকুইন, সাভা ক্রিয়েশন, পঞ্চরসের আচার, মেরি কিচেন, নীলু ফ্যাশন, আর্জু ফ্যাশন সহ সর্বমোট 30 টি স্টল এবং সকল স্টলের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।