[caption id="attachment_4230" align="alignnone" width="938"]
আজ সাকিব আল হাসানের ৩৪ তম জন্মদিন[/caption]
আজ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৪ তম জন্মদিন। বাংলাদেশের এই গর্ব ১৯৮৭ সালের আজকের এই দিনে বাবা মাশরুর রেজার পরিবারে পৃথিবীর প্রথম আলো দেখেন। তিনি মাগুরার কৃতি সন্তান।
এই সেলিব্রেটির জন্মদিনে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করেছে।
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও বামহাতি অর্থোডক্স স্পিনার সাকিবের।
সাকিবের ক্রিকেটের প্রাতিষ্ঠানিক শিক্ষা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। ক্রমেই তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়।
নিজের ছোট্ট ক্যারিয়ারে সাকিব গড়েছেন এমন সব কীর্তি যা তাকে গ্রেটদের সঙ্গে তুলনায় নিয়ে আসে। উইজডেন সাময়িকীর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব।
আইপিএল, শ্রীলঙ্কান ক্রিকেট লিগ, বিগব্যাশ, কাউন্ট্রি ক্রিকেটে খেলেছেন এই তারকা। বাংলাদেশি হয়ে এ রকম অর্জন শুধু তার একারই।
ইমরান খান ও ইয়ান বোথামের পরে তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতরান করা এবং ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে সে।
ওয়ানডের সবচেয়ে বেশি সময় ধরে এক নম্বর অলরাউন্ডারও ছিলেন সাকিব। সঙ্গে টেস্টেরও সেরা অলরাউন্ডারের খেতাব তার ঝুলিতে। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
জিম্বাবুয়ের হারারে মাঠে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় এ ক্রিকেটারের। ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় সাকিবের।
২০১২ সালে সাকিব উম্মে শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব।
জন্মদিনের এ শুভক্ষণে ইতিহাস ৭১ টিভি পরিবারের পক্ষ থেকে সাকিব আল হাসানের জন্য রইল অতলান্ত শুভেচ্ছা ও অনেক অনেক শুভ কামনা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.