[caption id="attachment_4203" align="alignnone" width="529"]
বৃত্তির টাকা বাউন্সব্যাক হওয়া শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছে।[/caption]
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব খাতে দেয়া বৃত্তির টাকা বাউন্সব্যাক হওয়া শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছে।
ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসেবে টাকা পাঠাতে এমআইএস সফটওয়ারের তথ্য প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সংশোধনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এসব তথ্য জানা গেছে।
আদেশে অধিদপ্তর বলছে, ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব খাতভুক্ত বৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে অনলাইন ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে পাঠানো হচ্ছে।
কিছু শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বরসহ যথাযথ তথ্য সঠিক না থাকায় ইএফটি বাউন্সব্যাক হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের এসপিএফএমএসপি প্রকল্প। এ প্রেক্ষিতে এমআইএসে প্রয়োজনীয় তথ্য সংশোধন প্রয়োজন।
আদেশে আরও বলা হয়েছে, দ্রুত বাউন্সব্যাককৃত শিক্ষার্থীদের টাকা দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে আগামী ৩০ মার্চের মধ্যে এমআইএসে তথ্য সংশোধন করতে দেশের সব প্রতিষ্ঠান প্রধানকে (মাদরাসা ও কারিগরি ছাড়া) অনুরোধ করা হলো।
আদেশটি দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে পাঠিয়ে বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
একই সাথে সব স্কুল কলেজের প্রধান, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরসহ সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং সব জেলা-উপজেলা শিক্ষা অফিসে আদেশটি পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.