ওয়েল গ্রুপ নগদ পাঁচ লক্ষ টাকা অনুদান দিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে।
জুবাইর চট্রগ্রাম
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে নগদ পাঁচ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে ওয়েল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ। আজ রবিবার ফিল্ড হাসপাতালের নির্ধারিত ব্যাংক হিসাবে অনুদানের এ অর্থ জমা করা হয়। শহরের অদুরে সীতাকুন্ড এলাকায় গড়ে ওঠা দেশের প্রথম করোনা ডেডিকেটেড হাসপাতাল দিশেহারা মানুষকে আশার আলো দিখিয়েছে উল্লেখ করে ওয়েল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ ছালাম বলেন, মানুষের প্রতি ভালবাসা ও জনকল্যানকর উদ্যোগ কখনোই ব্যর্থ হয়ে যায় না। অতিমাত্রায় সংক্রমনশীল করোনা ভাইরাসের আতঙ্কে দেশের চিকিৎসকদের অনেকেই যখন নৈরাশ্যজনক বক্তব্য রাখছিলেন, দেশের মানুষ তখন চারিদিকে অন্ধকার দেখছিলেন। দেশী বিদেশী কিছু সংস্থার অনুমান নির্ভর রিপোর্টে জাতিকে আগাম একটি ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয়। ঠিক তখনি, প্রবাসে অবস্থান করেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়–য়া সাহসী পদক্ষেপ নিয়ে মানবিক দায়িত্ব নিয়ে দেশে এসে জনগনের সহায়তায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল গড়ে মানুষকে বাঁচতে শিখিয়েছে। শিখিয়েছে মরার আগে মরে যাওয়ার কোন মানে হয়না। সতর্কতা ও সচেতনতায় যে কোন দুর্যোগ ও দুরাবস্থাকে মোকাবেলা করার নামই জীবন। প্রসংগক্রমে তিনি আরো বলেন, চট্টগ্রামে সংক্রমনের শুরুর দিকের ধাক্কাটা প্রায় এককভাবেই এ হাসপাতালটি সামলে নিতে পেরেছে বললে অত্যুক্তি হবেনা। এ হাসপাতালে কাজ করা একঝাঁক মানবিক ও সাহসী ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর নিরলস পরিশ্রম জাতি কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ করবে। যতদিন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব শূণ্যতে নেমে না আসবে ততদিন এ ফিল্ড হাসপাতালের জনহিতকর কার্যক্রম চালু রাখতে ধনাঢ্য ব্যাক্তিদের সহায়তা করে যাওয়ারও আহ্বান জানান আবদুচ ছালাম। এবং কল্যানকর যে কোন কাজে ওয়েল গ্রুপের অংশগ্রহন অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.