[caption id="attachment_4166" align="alignnone" width="921"]
নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ সোমবার(২২ মার্চ) সকালে ঢাকায় এসেছেন।[/caption]
নিজস্ব প্রতিবেদক : নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ সোমবার(২২ মার্চ) সকালে ঢাকায় এসেছেন।
নেপাল এয়ারের একটি ফ্লাইটে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশে কোনো নেপালের প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। সফরসূচি অনুসারে, বিমানবন্দরে অভ্যর্থনার পাশাপাশি নেপালের প্রেসিডেন্টকে গার্ড অব অনারও দেওয়া হয়েছে।
বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নেপালের প্রেসিডেন্ট।
বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যাদেবী ভান্ডারী।
সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রেসিডেন্ট।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.