প্রতিনিধি
আনোয়ারা থানার অন্তর্গত তালসরা গ্রামের বিশিষ্ট শ্রদ্ধাবান উপাসক প্রয়াত শিক্ষক সুদত্ত বড়ুয়া এবং উনার সহধর্মিণী প্রয়াতা শ্রীমতী অঞ্জলী বড়ুয়া'র পারলৌকিক শান্তি ও পরিবারের সবার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনায়, বাবু বিপ্লব বড়ুয়া ও সহধর্মিণী রুপনা বড়ুয়া'র স্নেহধন্য পুত্র বিজয় ও সুজয় বড়ুয়া'র প্রব্রজ্যা গ্রহণ উপলক্ষে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ট সীবলী পূজা, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত পূজা,অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান সহ মহান সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান গতকাল ১৯ ও ২০ শে মার্চ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ মাননীয় উপসংঘরাজ শাসন ভাষ্কর ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির। আর্শীবাদক ছিলেন তালসড়া মুছদ্দীপাড়া বিবেকারাম বিহার সৌম্য সারথী ভদন্ত শাসনমিত্র মহাস্থবির। প্রধান অথিতি ছিলেন ঢাকা মেরুল বাড্ডা আন্তজার্তিক বৌদ্ধ বিহারের বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক ভদন্ত ধমমিত্র মহাস্থবির, বিশেষ অথিতি ছিলেন- কুমিল্লা আলীশ্বর শান্তিনিকেতন বিহারেরর অধ্যক্ষ, সুদেশক ভদন্ত জিনানন্দ মহাস্থবির। প্রধান ধমর্দেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালসরা আনন্দরাম বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথেরো মহোদয়।
উক্ত পুণ্যময় অনুষ্ঠান অনেক প্রাজ্ঞ - পন্ডিত ভিক্ষুসংঘ ও ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের উপস্থিতে সু-সম্পপন্নন হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.