হ্যালো ডাক্তার।
জুবাইর চট্রগ্রাম
"হ্যালো ডাক্তার" কর্মসূচি চালু করতে যাচ্ছে 'আন্দরকিল্লা ওয়ার্ড' চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সজীব তালুকদারের নেতৃত্বে। এলাকার বয়স্ক পুরুষ মহিলা ও শিশু যারা বিভিন্ন রোগে ভোগছে, কিন্তু কোন হাসপাতালে যেতে পারছেনা। তাদেরকে নিজ বাসায় চিকিৎসা সেবা প্রদানের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। দিনের একটি নির্দিষ্ট সময়ে "হ্যালো ডাক্তার" কর্মসূচির সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেয়া হবে। সেই নাম্বারে যোগাযোগ করলে ডাক্তারসহ একটি চিকিৎসা সেবা টিম আপনাকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পৌঁছে যাবে আপনার দোড়গোড়ায়।
"হ্যালো ডাক্তার" টিমের সার্বিক তত্ত্বাবধানে থাকবে আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী ও Didarul Alam ভাই সহ এক ঝাক উদ্যমী তরুণ। করোনা ভাইরাসের এই মহামারির দুর্যোগকালীন যোদ্ধে আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য আন্দরকিল্লা ওয়ার্ড বসবাসরত যেসকল ডাক্তার, নার্স, আছেন তাদেরকে মানবিক আহ্বান জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.