রামগড়, উপজেলা সংবাদদাতা
রামগড় উপজেলার পূর্ববলিপাড়া রাইতুর রহমান জামে মসজিদের পুণ: সংস্কার কাজের নতুন মসজিদ ঘরের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। জানা গেছে, খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা র উন্নয়ন প্রকল্পের বরাদ্দে ও চট্টগ্রাম এহইয়াহউসসুন্নাহ ফাউন্ডেশন এর আর্থিক অনুদানে মসজিদটি পূর্ণ নির্মাণ করা হয়। শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজের আগে আনুষ্ঠানিক উদ্বোধনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল ও ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মো: কাজী আমিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানিয় মুসল্লিরা। পরে মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের মাধ্যমে ইবাদত কার্যক্রমের শুভ সূচনা করেন রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হক।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.