নিজস্ব প্রতিবেদক
রাউজান উপজেলার পাঁচখাইন অমরানন্দ বিহারে আগামীকাল সারাদিন ব্যাপি এক অনুষ্টানমালার আয়োজন করা হয়েছে । অনুষ্টানমালার মধ্যে রয়েছে ১২ফুট উচ্চতা সম্পন্ন বুদ্ধ মুর্তীর জিবন্যাস , অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান , সংঘনায়ক , উপসংঘনায়ক ও গুনীজন সংবর্ধনা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের । সভাপতিত্ব
করবেন রাজগুরু অভয়ানন্দ মহাথের ।
২য় পর্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন পবন চৌধুরী । প্রধান অতিথির আসন গ্রহন করবেন সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের । অভয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর বুদ্ধপ্রিয় মহাথের । বিশেষ অতিথি থাকবেন একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া , ড. দিপংকর শ্রীজ্ঞান বড়ুয়া , অজিত রঞ্জন বড়ুয়া , লায়ন মৃদুল চৌধুরী বড়ুয়া, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া । সন্ধ্যায় এক জাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.