উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি : সেদিন ছিল মঙ্গলবার। ১৯২০ সালের ১৭ মার্চ। রাত ৮ টার দিকে মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন এক উজ্জ্বল নক্ষত্র। পরাধীনতার নিকষ অন্ধকারে ডুবে থাকা বাঙালি জাতির মুক্তির দূত হয়ে পৃথিবীতে আসেন একটি শিশু।
সেদিনের সেই শিশুই আজ অবিসংবাদিত নেতা বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বুধবার (১৭ মার্চ ,২০২১) সেই মহানায়কের জন্মশতবার্ষিকী। শুভ জন্মদিন জাতির পিতা। আজ বাঙালি জাতির আনন্দে পুলকিত হওয়ার দিন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির এ জন্মদিনে দেশের ১৬ কোটি মানুষ বিনম্র শ্রদ্ধা, সালাম আর হৃদয় নিংড়ানো ভালোবাসা দিন।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় মহান নেতার জন্মশতবার্ষিকী। এই দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়।
আজ বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপনের এই মহান দিন উপলক্ষে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেটের ঘাসিটোলার বালুচর এলাকায় বসবাসরত পিতা জয়নাল আবেদীন,
মাতা রেজিয়ার প্রতিবন্ধী শিশু মোহাম্মদ সোহেল রহমান(৮)কে "হুইল চেয়ার, কাপড়,ও নগদ অর্থ দান"অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক রমা দত্ত, বিশেষ অতিথি ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, সমাজ কর্মী খোরশেদ আলম, সমাজ কর্মী জসিম উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দেবু বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী সুমন বড়ুয়া,
সহ সাংস্কৃতিক সম্পাদক সুপ্লব বড়ুয়া, মহিলা সম্পাদিকা উর্মিলা বড়ুয়া টুম্পা, সহ মহিলা সম্পাদিকা শেলু বড়ুয়া, লুনা বড়ুয়া, অপরাজিৎ বড়ুয়া অহন, সীমান্ত বড়ুয়া জয় প্রমূখ। মহতী কার্যক্রমে যাঁরা আর্থিক সহযোগিতায় করেছেন রমা দত্ত, উৎফল বড়ুয়া, প্রকৌ. রানা বড়ুয়া, সুপ্লব বড়ুয়া সিলেট।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.