নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছে ইতিহাস ৭১ টিভি পরিবার। গোপালগঞ্জের নিভৃত পল্লি টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯২০ সালের ১৭ মার্চ। আর এই দিনটিকে উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করছে দেশবাসী।
বুধবার (১৭ মার্চ) ইতিহাস ৭১ টিভি পরিবার নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এবং কেক কেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস ৭১ টিভি'র প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা। ইতিহাস ৭১ টিভি'র সম্মানীত উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, ইতিহাস ৭১ টিভি'র নির্বাহী সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, ইতিহাস ৭১ টিভি'র স্টাফ রিপোর্টার মো. জাবেদুর রহমান, ইতিহাস ৭১ টিভি'র রাউজান প্রতিনিধি এস এম নুরুল আলম খোকন, শহিদুল ইসলাম রাফি, রাসেদুল ইসলাম রাসেদ, তৌফিকুল ইসলাম রিফাত।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.