শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

রামগড় থানায় কেক কেটে উদযাপন ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

রামগড়  সংবাদদাতা

সারাদেশের ন্যায় স্থাস্থ্যবিধি মেনে রামগড় থানার উদ্যেগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকেল ৩ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রামগড় থানা হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ভিডিও চিত্র প্রদর্শন শেষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগড় থানা অফিসার ইনচার্জ মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মনিউজ্জামান। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, মৎস্য কর্মকর্তা বিজয় দাশ, আইটিসি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন,ওসিএলএসডি আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন-সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমানসহ প্রমুখ। রামগড় থানা ওসি (তদন্ত) মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ সামসুজ্জামান। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype