মানিকছড়ি প্রতিনিধি
মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার এক শিক্ষার্থী মোঃ ইয়াছিন (১১) নিজ বাড়ীতে আত্মহত্যা করেছে বলে জানা যায়। ১ মার্চ দুপুরে উপজেলার তুলাবিল এলাকার মোঃ মুনছুর আলীর ২ কন্যা ও এক শিশু সন্তান অভিভাবকরা শুশুটু নিয়মিত মাদ্রাসায় না যাওয়ায় বকাঝকা করেন। এতে শিশু ইয়াছিন (১১) সবার আড়ালে গিয়ে গলায় ফাঁসিতে ঝুলতে দেখা যায় ।এক পর্যায়ে ঘরে ইয়াছিনকে দেখতে না পেয়ে পাশের রুমে গিয়ে দেখেন শিশু ইয়াছিন খাটের ওপর উঠে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মোঃ মহি উদ্দীন শিশু ইয়াছিনকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আমির হোসেন ও ওসি তদন্ত মোঃ আমজাদ হোসেন ঘটনাস্থলে যায় এবং অভিভাবক ও বোনদের জিজ্ঞাসাবাদে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হন। অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, শিশু ইয়াছিন কয়েক দিন ধরে মাদরাসায় না যাওয়ায় মা ও বোনেরা বকাঝকা করতেন। আজও মা তাকে বকাঝকা করায় সে ঘরে খাটের ওপর উঠে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। লাশ সুরতহালের জন্য মর্গে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.