নিজস্ব প্রতিবেদক : আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ এবং আমরা সবাই বাংঙ্গালী। ধর্ম পরে, আগে আমাদের পরিচয় কি? আমরা বাঙ্গালী। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ও উপ সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের বরোণোৎসবে প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী এ কথা গুলো বলেন।।
তিনি বলেন, আজকের এই বরোণোৎসবে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন যার জন্য এখানে উপস্থিত হতে পেরে আমার হৃদয় উদ্বেলিত হয়েছে। চিত্ত আমার প্রসারিত হলো। ধর্ম মানুষকে যে কতো সুশ্ঙ্খল করে সেটাইতো প্রমাণ। আজকের এই অনুষ্ঠান সুনসান নিরবতা, সবাই ধর্মীয় গুরুদের বক্তব্য শুনছেন এবং শুনবেন।
তিনি আরো বলেন, এটা ভাষার মাস, তাই আমি ভাষা শহীদদের স্মরণ করছি। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা শুধু মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করতে প্রাণ দিয়েছেন। স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছি। অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছি। কিন্তু ভাষার জন্য রক্ত কোনো জাতি দেয়নি একমাত্র আমরাই দিয়েছি। এবং আমি স্মরণ করছি ৩০ লাখ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমাদের এ সুন্দর দেশ ।
রেজাউল করিম চৌধুরী বলেন, এ সুন্দর স্বদেশ আমরা পেতাম না। সে জাতির জনক ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের একটি জাতি স্বত্ত্বার পরিচয় এনে দিয়েছেন। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমাদের সাথে যুদ্ধ করতে অনেকে প্রাণ দিয়েছে, হয়তো আমরা বেঁচে আছি। বেঁচে আছি বলেই হয়তো আপনারা চট্টগ্রামের মেয়র হিসেবে আপনারা মনোনীত করেছেন।
ভদন্ত তনহংকর থের ও করুনাশ্রী থেরর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো।
বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অবসর প্রাপ্ত ডিআইজি পি আর বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের ,অধ্যাপক উপানন্দ মহাথের, অধ্যাপক প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সংঘানন্দ থের, ভদন্ত শ্রদ্ধানন্দ থের, সুপলাবংশ থের, ভদন্ত সুমঙ্গল থের, অধ্যাপক সুব্রত বরণ বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত অরুণানন্দ মহাথের, অধ্যাপক রূপেন বড়ুয়া বাবলা , অধ্যাপিকা ববি বড়ুয়া, ইতিহাস ৭১ টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, অঞ্চল কুমার তালুকদার, ইতিহাস ৭১ টিভির নির্বাহী সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া , মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মানসী বড়ূয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপাসক , উপাসিকা এবং দায়ক দায়িকাগণ।
এই বরন অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা প্রয়াত রতন বড়ুয়াকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানে উদ্বোধনী ও বরণ সংঙ্গীত পরিবেশন করেন চেনেল আই সেরা কণ্ঠের শিল্পী চৈতী মুৎসুদ্ধি। এ ছাড়া বিভিন্ন সংগঠন হতে ফুল, ক্রেস্ট, উপহার সামগ্রী প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.