মানিকছড়ি প্রতিনিধি
মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি এলাকার অভিভাবকহীন পরিবারে ৩ ভাইবোনের দায়িত্ব নেয়া কিশোরী ক্রাউসং মারমাকে ছাগল দিলেন ফ্রেন্ডস ক্লাব। ২৭ ফেব্রুয়ারী বিকালে ফ্রেন্ডসজোন উপদেস্টা মন্ডলীর সদস্য মোঃ মাঈন উদ্দীন, সভাপতি মোঃ ইকবাল হোসেন, সহসভাপতি ক্যজলাহ মারমা, সাধারণ সম্পাদক কংপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক আতুসে মারমা আক্য প্রমুখ।।সংগঠনের পক্ষ থেকে একটি ছাগল তুলে দেন কিশোরী ক্রাউসং মারমার হাতে।