বিনোদন ডেস্ক : অনুশকা শর্মা ও বিরাট কোহলি তাদের জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছেন তাদের মেয়ে ভামিকা কে নিয়ে।অভিভাবকত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এ দম্পতি। মেয়ের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বিরাট। ভামিকা এবং অনুষ্কার সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত। ফের মাঠে ফিরেছেন বিরাট। শোনা যাচ্ছে, এবার বিরাটের সঙ্গী হয়েছে ভামিকাও।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে মোতেরায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দিন রাতের টেস্ট ম্যাচ। বিরাট রয়েছেন মাঠে। জানা যায়, এই সফরে বিরাটের সঙ্গী হয়েছেন আনুশকা এবং ভামিকাও।
সূত্রের খবর, বিরাট-আনুশকা মেয়েকে নিয়েই আমেদাবাদে গিয়েছেন। আনুশকা এর আগে বহুবার ম্যাচ দেখতে মাঠে গিয়েছেন। এ বার নাকি মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: itihass71@gmail.com, মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.