ডেস্ক নিউজ :
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মো. আনোয়ারুল ইসলাম খান আর নেই। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্না …রাজিউন)।
মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য শিক্ষার্থী এবং রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন আনোয়ারুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
মাওলানা আনোয়ারুলের ছোট ভাই ব্যাংকার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাঁকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কভিড টেস্ট করা হলে ফল নেগেটিভ আসে। উন্নত চিকিৎসার জন্য ১৭ ফেব্রুয়ারি তাঁকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হুলাইন সালেহ্ নুর ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
আনোয়ারুল ইসলাম খান পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের ফখর খান বাড়ির মরহুম আবদুস সোবহান খানের প্রথম ছেলে। তিনি কর্ণফুলী উপজেলার ফয়জুলবারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন এবং নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল নুর বেগম জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।
আনোয়ারুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন জুবায়ের, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.