মো.জাবেদুর রহমান : চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আলামদারপাড়ায় বৃহস্পতিবার( ১৮ ফেব্রুয়ারি) হযরত মৌলানা আবদুল হাকিম (র:) বার্ষিক ফাতেহা শরীফ ও জশনে ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিল সম্পন্ন হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন খন্দকার আরিফ। প্রধান ওয়াজিন হিসাবে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন আহমদিয়া করিমিয়া ছুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক ও বড় মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা কফিল উদ্দিন কাদেরী। বিশেষ ওয়েজিন হিসাবে তকরির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উদিয়মান ইসলামিক বক্তা সাকিব কাদেরী। আরো তকরির পেশ করেন বড় মৌলভী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম আকাম উদ্দিন।
হযরত মৌলানা আবদুল হাকিম (র:) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় হযরত মৌলানা আবদুল হাকিম (র:) বার্ষিক ফাতেহা শরীফ ও জশনে ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিল অনুষ্ঠিত হয় ।
মাহফিল দেশ ও দেশের এ বৈশ্বিক ক্রান্তিকালে দেশের মানুষের মুক্তির জন্য দোয়া করা হয়। মাহফিল শেষে তবরুক বিতরণ করা হয়।