নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা গতকাল ১৭ ফেব্রুয়ারি রাত ৮টায় নগরীর স্টেডিয়ামস্থ সিজেকেএস সম্মেলন কক্ষে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের মুখপাত্র স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। বিশ্ব সংস্কৃতিতে বাঙালি সংস্কৃতি বিরাট জায়গা দখল করে আছে। বক্তারা আরো বলেন, বিশ্বের উন্নত সকল জাতি তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও পালন করে সমৃদ্ধি অর্জন করেছে। তাই বাঙালি সংস্কৃতিকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে সরকারের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের জোরালো ভূমিকা রাখতে হবে। সভায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ নোমান লিটন, সাধারণ সম্পাদক আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ উল্লাহ চৌধুরী সুমন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ গোলাম রহমান, সহ-অর্থ সম্পাদক মাসুমা কামাল আঁখি, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সুমন দত্ত, প্রকাশনা সম্পাদক জামশেদ রাসেল, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, কার্যনির্বাহী সদস্য নাসরিন আকতার নাহিদা, লাকি আকতার, জয়া চৌধুরী, শিল্পী বসাক, মিনহাজুল ইসলাম, শারমিন আকতার জয়া, মো. ওসমান খান, মো. আবেদ খান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.