মো.জাবেদুর রহমান : চট্টগ্রামের পটিয়া উপজেলার আলামদারপাড়ায় আজ বৃহস্পতিবার( ১৮ ফেব্রুয়ারি) হযরত মৌলানা আবদুল হাকিম (র:) বার্ষিক ফাতেহা শরীফ ও জশনে ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন খন্দকার আরিফ। প্রধান ওয়াজিন হিসাবে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আহমদিয়া করিমিয়া ছুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক ও বড় মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা কফিল উদ্দিন কাদেরী। বিশেষ ওয়েজিন হিসাবে তকরির পেশ করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উদিয়মান ইসলামিক বক্তা সাকিব কাদেরী। আরো তকরির পেশ করবেন বড় মৌলভী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম আকাম উদ্দিন।
হযরত মৌলানা আবদুল হাকিম (র:) বার্ষিক ফাতেহা শরীফ ও জশনে ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিল অনুষ্ঠিত হবে হযরত মৌলানা আবদুল হাকিম (র:) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায়।
উল্লেখ্য, আলামদারপাড়া বড় মৌলভী বাড়ি জামে মসজিদে বাদে ফজর খতমে কোরআন ও বাদে আসর খতমে গাউছিয়া এবং বাদে মাগরিব মিলাদ মাহফিল আরম্ভ হবে। উক্ত নূরানী মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে রাসুলে খোদা (দ.)'র রেজামন্দি হাসিল করুন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.