[caption id="attachment_3483" align="alignnone" width="300"]
সেরেনা উইলিয়ামস-নোভাক জোকোভিচ।[/caption]
ক্রিড়া ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের সেমিফাইনালে উঠে গেলেন রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে ৬-৭ (৬/৮), ৬-২, ৪-৬, ৭-৬ (৮/৬) গেমে হারান শীর্ষ বাছাই জোকোভিচ। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আর মাত্র দুটি জয় দূরে এই সার্বিয়ান তারকা।
সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ রুশ চমক আসলান কারাতসেভ। কোয়ার্টার ফাইনালে যিনি হারিয়েছেন গ্রিগর দিমিত্রভকে। গ্র্যান্ড স্লাম ইতিহাসে অভিষেক আসরে সেমিফাইনালে ওঠা প্রথম পুরুষ খেলোয়াড় কারাতসেভ।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই প্রবল প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস ও নাওমি ওসাকা।
মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে সরাসরি ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে সেমির টিকিট কেটেছেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন কিংবদন্তি সেরেনা। অন্যদিকে তৃতীয় বাছাই ওসাকা ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন তাইওয়ানের সু-ওইকে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.