রতন বড়ুয়া : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান বানী অর্চনা (শ্বরশ্বতী পুজা) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কতৃক আয়োজিত পবিত্র গীতা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অমিতাভ সিংহ অমিত এর সভাপতিত্বে ওয়ার্ড কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।
গীতা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোবারক আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মিন্টু কুমার দে মিঠু ।
সব শেষে প্রধান অতিথি গীতা প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
এছাড়াও ১নং রেলগেট সংলগ্ন তানেস্বর দাশের বাড়িতে সমাজে মোরা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে ও বানী অর্চনা উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিবিরহাট সুর্য তরুণ সংঘের সৌজন্যেঅনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.