ইতিহাস ৭১ ডেস্ক : বৃষ্টির পানিতে ডুবে অন্তত ২৮ জন মারা গেছেন মরক্কোয়। মরক্কোয় একটি ভবনের ভূগর্ভস্থ তলার একটি অবৈধ কারখানায় বৃষ্টির পানিতে ডুবে এ হত্যাকান্ড ঘটে।
স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি)সকালে তাঞ্জিয়ের শহরে এ ঘটনা ঘটে। মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, ওই কারখানাটিতে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হতো। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়।
এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কারখানার মালিককে মঙ্গলবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে ওই সময় কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা স্পষ্ট হয়। যারা মারা ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। সূত্র বিবিসি ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.