[caption id="attachment_3220" align="alignleft" width="300"] ধর্মীয় ভাবগম্ভীর আবহে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রম্যভূমি চট্টগ্রামের বীর প্রসবিনী রাউজান উপজেলার হোয়ারাপাড়ায় প্রখ্যাত বিদর্শনসাধক শ্রীমৎ লোকানন্দ ভিক্ষু’র ১০ (দশ) বর্ষাবাস পূর্তিতে থের বরণ অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়।[/caption]
এস এম নুরুল আলম খোকন : ধর্মীয় ভাবগম্ভীর আবহে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রম্যভূমি চট্টগ্রামের বীর প্রসবিনী রাউজান উপজেলার হোয়ারাপাড়ায় প্রখ্যাত বিদর্শনসাধক শ্রীমৎ লোকানন্দ ভিক্ষু’র ১০ (দশ) বর্ষাবাস পূর্তিতে থের বরণ অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়।
উক্ত থের বরণোৎসব ও সংবর্ধনা সভায় সবাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র সহ উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের। উক্ত থের বরণোৎসব ও সংবর্ধনা সভা সঞ্চালনা করেন উদযাপন পরিষদ ও ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু’র প্রধান সমন্বয়কারী ভদন্ত করুণানন্দ ভিক্ষু।
উক্ত থের বরণোৎসব ও সংবর্ধনা সভায় মঙ্গালাচরণ করেন ভদন্ত সুজনানন্দ ভিক্ষু ও ভদন্ত সংঘমিত্র ভিক্ষু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত পরিচালক শরণ বড়ুয়ার নেতৃত্বে বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের শিল্পীবৃন্দ। পঞ্চশীল প্রার্থনা করেন নুনা দীঘির পাড়ের সমাজ সেবক মৃদুল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের কার্য করী সভাপতি স্বপন কান্তি বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র মহামান্য ২৯ তম সংঘনায়ক ধর্মাধিপতি অধ্যাপক বনশ্রী মহাথের। আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র সহ-উপসংঘনায়ক ভদন্ত জীবনান্দ থের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র সহ-উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র
সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র উর্ধ্বতন সহ-সভাপতি মহান একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। উদ্বোধক ছিলেন ইউ.এস.টি.সি চট্টগ্রাম’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র উর্ধ্বতন সহ-সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র সহ-সভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথের। উক্ত মহতী পুণ্যানুষ্ঠান নিবেদন করেন যথাক্রমে বিদর্শনসাধক শ্রীমৎ লোকানন্দ ভিক্ষু’র থের বরণ উদযাপন পরিষদ-২০২১’র প্রধান উপদেষ্টা ভদন্ত সুমিত্তানন্দ থের, সভাপতি সমীরণ বিকাশ বড়ুয়া(অব. প্র.শি.), কার্যকরী সভাপতি স্পন কান্তি বড়ুয়া, প্রধান সমন্বয়কারী শ্রীমৎ করুণানন্দ ভিক্ষু, অর্থ সম্পাদক স্বপনকুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বড়ুয়া।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.