[caption id="attachment_3200" align="alignright" width="300"]
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে আইসিসি সুপার লিগের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে।[/caption]
ইতিহাস ৭১ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে আইসিসি সুপার লিগের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে।৩ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট টাইগারদের।
বাংলাদেশের আগে আছে কেবল অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৪০ পয়েন্ট অজিদের। বাংলাদেশ টপকে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের মতো পরাশক্তিদের।
তৃতীয় স্থানে নেমে যাওয়া ইংলিশদের পয়েন্ট ৩০। ৬ ম্যাচে ৩ জয়ের পাশাপাশি ৩ ম্যাচে হেরেছে ইংল্যান্ড। ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পাঁচে আফগানিস্তান। ছয়ে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে সাতে আয়ারল্যান্ড।
৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৯ পয়েন্ট নিয়ে আটে ভারত। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবিয়ানরা আছে ৯ নম্বরে। ৩ ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি তারা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.