নিজেস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছে মহানগর জাতীয় পার্টি।
রোববার (১০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে জাতীয় পার্টি।
তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও আনিসুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
এসময় তারা রেজাউল করিমকে ফুলের নৌকা উপহার দিয়ে বরণ করে নেন।
সভায় জাতীয় পার্টির নেতারা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে চট্টগ্রামের ঐতিহ্য এবং গৌরবগাথার সঙ্গে মিশে থাকা বহদ্দার বাড়ির সন্তান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে নৌকা প্রতিকে বিজয়ী করতে কাজ করার ঘোষণা দেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.