[caption id="attachment_3023" align="alignnone" width="300"]
প্রথম বারকোডসহ অনলাইন ওয়ারিশ সনদ কার্যক্রম শুরু করেছে বড়উঠান ইউনিয়ন পরিষদ।[/caption]
ইতিহাস ৭১ ডেস্ক : প্রথম বারকোডসহ অনলাইন ওয়ারিশ সনদ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এটির উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল শুক্কুর,উপজেলা যুবলীগের সহ সভাপতি শহিদ উল্লাহ ,ইউপি সদস্য মোহাম্মদ হারুন, আলমগীর চৌধুরী, সানোয়ারা , সচিব ওমর ফারুক ও মহিলা নেত্রী জুসি ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বড়উঠান ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, বারকোড স্ক্যান করে সনদের সত্যতা যাছাই-বাছাইও করতে পারবেন সংশ্লিষ্টরা। দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ওয়ারিশ সনদ আবেদন করতে পারবে সেবা গ্রহীতাও।
তিনি আরো বলেন, আমার ইউনিয়নবাসীর জন্য এটি বড় সাফল্য। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন ওয়ারিশ সনদের আবেদন গ্রহণ এবং প্রদান করে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ। তাঁরই প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.